দর্শনায় ফেনসিডিলসহ মহিলা মাদক ব্যাবসায়ী গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ পিএম, ২১শে মে ২০২৩

দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সেলিনা খাতুন (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। সে দর্শনা পৌরসভার আজমপুর মাঠ পাড়ার মুজিবর রহমানের স্ত্রী ও খলিলুর রহমানের মেয়ে।
জানা গেছে, রবিবার (২১ মে) দুপুর ১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে অংশগ্রহণ করেন দর্শনা থানার এস আই সোহেল রানা, দর্শনা থানার এসআই স্বপন কুমার সরকার, এএসআই বশির আহম্মেদ, এএসআই মাসুম বিল্যাহ্, নারী এএসআই মোছা. রওশন আরা।
এ সময় পুলিশ মহিলা মাদক ব্যাবসায়ী সেলিনাকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।
এ ঘটনায় দর্শনা থানার এস আই সোহেল রানা বাদি হয়ে মাদক আইনে মামলাসহ কোট হাজতে প্রেরণ করে।
জেবি/ আরএ্চ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
