রংপুরে তরুণ নেতাদের অংশগ্রহণে সম্প্রীতি সংলাপ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২১শে মে ২০২৩


রংপুরে তরুণ নেতাদের অংশগ্রহণে সম্প্রীতি সংলাপ
ছবি: জনবাণী

‘সংঘাত নয় এসো ঐক্যের বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণ নেতাদের অংশগ্রহণে রংপুরে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার (২১ মে) সকালে রংপুর পাবলিক লাইব্রেরি সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ এ সম্প্রীতি সংলাপের আয়োজন করে।


সুজন রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক  আবুল কাশেম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ রংপুরের সদস্য কলি প্রমুখ।


সম্প্রীতি সংলাপে রংপুরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরুণ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সংগঠকরা অংশ নেন। 


জেবি/ আরএইচ/