পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ পালিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২২শে মে ২০২৩


পঞ্চগড়ে ভূমি সেবা সপ্তাহ পালিত
ছবি: জনবাণী

পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। 


সোমবার (২২ মে) সকালে সদর উপজলো সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ সেবা সপ্তাহ পালিত হয়।


পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম ইসলাম প্রধান অতিথি হিসেবে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন।


জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, ভূমি সেবা এখন ডিজিটাল হয়েছে। কোন রকম হয়রানী ছাড়াই জমি খারিজসহ সব কার্যক্রম এখন জন সাধারণের দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রী এখন দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে দেশকে এগিয়ে নিচ্ছে। আপনারা স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারকে সহযোগিতা করে স্মার্ট ভূমি ব্যবস্থাপনাকে জোড়দার করার জন্য এগিয়ে আসবেন।


পঞ্চগড়ের  অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাদ জাহান (ডিডিএলজি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপত্বি করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের (রাজস্ব) প্রমুখ বক্তব্য রাখেন।


এ সময় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সদর সেটেলমেন্ট’র ভারপ্রাপ্ত এএসও পলাশ রায় প্রমুখ।


জেবি/ আরএইচ/