ইসলামপুরে অসহায় দুস্থ রোগীদের মাঝে ধর্ম প্রতিমন্ত্রীর চেক বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১২ পিএম, ২৪শে মে ২০২৩

জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৪জন অসহায় দুস্থ রোগীর মাঝে চেক বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
বুধবার (২৪ মে) জেলা পরিষদ ডাক বাংলো হলরুমে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বাস্তবায়নে ও সমাজসেবা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ক্যান্সার,কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৪ জন রোগীর মাঝে ৭ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানেরর সভাপতিত্বে এ সময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাজাহান, সমাজ সেবা অফিসার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকারসহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
