সরিষাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্টে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৪ পিএম, ৩০শে মে ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্টে ২০০ ফুট পাইপ ও বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার(৩০ মে) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় মহাসড়কের পার্শে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা ভুমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন ।
এ সময় সময় থানা পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। কথা হলে সরিষাবাড়ী উপজেলা ভুমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহ. সাদ্দাম হোসেন থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন , ভাটারা-ফুলবাড়িয়া মহাসড়কের পাশে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পাইপ, বালু জব্দ করা হয়েছে। বেশ কয়েকবার এস্থানে মোবাইল কোর্ট করা হয়েছে। উৎস অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ার সুবিধা বালুখেকোরা নিতো।মোবাইল কোর্টের এ ধারা অব্যহত থাকবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
