মানিকগঞ্জে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩


মানিকগঞ্জে গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: জনবাণী

মানিকগঞ্জের দৌলতপুরে গরু মোটাতাজাকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাঘুটিয়া বীফ ফ্যাটেনিং পিজি ফার্মস স্কুলে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসিন আহম্মদ চৌধুরী ও প্রাণিসম্পদ মাঠ সহকারী মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।


মোটাতাজাকরণের জন্য দৈনিক খাদ্য তালিকা


গরু মোটাতাজা করার জন্য ১৫০-২০০ কেজি ওজনের একটি গরুকে প্রতিদিন ইউরিয়া মোলাসেস ব্লক ৩০০ গ্রাম, খড় ৪ কেজি, সবুজ কাঁচাঘাস ১২ কেজি আর দানাদার খাদ্য ৩ কেজি, চালের কুঁড়া ১ কেজি, গমের ভুসি ১.২৫ কেজি, তিলের খৈল ৪০০ গ্রাম, হাড়ের গুঁড়া ৫০ গ্রাম, লবণ ৫০ গ্রাম, ঝোলাগুড় ২৫০ গ্রাম এবং পানি পর্যাপ্ত পরিমাণ খাওয়াতে হবে।


আরও পড়ুন: দুমকীতে কৃষি যন্ত্রপাতি পরিচিতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা


এছাড়া যদি ইউরিয়া প্রক্রিয়াজাত খড় খাওয়ানো হয় তবে সেক্ষেত্রে তা  ৩-৪ কেজি হবে। গরু মোটাতাজাকরণ প্রযুক্তি ক্রমান্বয়ে জনপ্রিয়তা পাচ্ছে। কারণ অল্প সময়ে অল্প পুঁজি দ্বারা এ পদ্ধতিতে বেকারত্ব দূরীকরণ অথবা মূল আয়ের পাশাপাশি বাড়তি আয় করা যায়।


এ সময় প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক নারী ও পুরুষ খামারি অংশগ্রহণ করেন।


জেবি/ আরেএইচ/