ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ৪ঠা জুন ২০২৩


ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা
ছবি: জনবাণী

ময়মনসিংহের দাপুনিয়ার শষ‍্যমালায় কথা কাটাকাটির জেরে আল-আমিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী আল আমিনের বাবা মো. জামাল উদ্দিন কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছে।


জানা গেছে, গত ২৭ মে শনিবার রাত ৯টার দিকে ভুক্তভোগী আল আমিন শষ‍্যমালা বাজারে নাছিরের চায়ের দোকানে চা খাওয়ার সময় কাঞ্চন ওরফে রয়েল, ইসরাফিল, রতন, কাউসার, নাঈম শেখ, শাকিল, রাকিব, আল আমিনের সাথে বাকবিতন্ডায় হয়। এক পর্যায়ে আসামি কাঞ্চনসহ অজ্ঞাত আরো ৭/৮ জন আল- আমিনকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় আল-আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। 


আরও পড়ুন: মসিকের ৫ কিলোমিটার সড়কের উদ্বাধন করেছেন মেয়র ইকরামুল হক টিটু


এরপর ঐদিনেই আনুমানিক রাত ১০টার দিকে ঐ আসামীরাই দেশীয় অস্ত্রসহ আরো দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে ঢুকতে চেষ্টা করে। এ সময় আল-আমিনকে ঘর থেকে বের করে ১ নং আসামি কাঞ্চন ওরফে রয়েলের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এতে আল-আমিনে পেটে, পেটের বাম পাশে এবং শরীরের বিভিন্ন জায়গায় কোপ লাগায় সে গুরুতর আহত হয়। 


অপরদিকে ভুক্তভোগীর ছোট ভাই মো. মোস্তফা ফেরাতে গেলে ৫, ৬, ৭ ও ৮ নং আসামীদের হাতে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে মোস্তফাও আহত হয়। তাদের ডাক চিৎকারে পরিবার ও প্রতিবেশীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। 


ভুক্তভোগী আল-আমিন এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 


ভুক্তভোগীর ছোট ভাই মোবারক হোসেন বলেন, আসামিরা সঙ্গবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য। এরা বিভিন্ন সময় এলাকার নিরীহ মানুষের উপর হামলা চালিয়েছে। এলাকাবাসীরা ভয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। ওরা আমাকেও মেরেছে। আবার আমার দুই ভাইকেও কুপিয়ে গুরুতর আহত করেছে। 


আরও পড়ুন: ঈশ্বরগঞ্জে যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার


ভুক্তভোগীর পিতা মো. জামাল উদ্দিন বলেন, আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এরা বিভিন্ন সময় মাদক জুয়া ও বিভিন্ন অপরাধে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ওরা আমার নিরীহ ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। 


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী আকবর বলেন, দাপুনিয়ার শষ‍্যমালায় মারামারির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। 


অপরদিকে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। তবে আসামিদের গ্রেফতারে আমাদের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


জেবি/ আরএইচ/