ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩


ফুলবাড়ীতে ট্রাক্টরের চাপায় চালকের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আছিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম একরামুল হক (৪২)। তিনি উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। 


আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত


প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা ধরলা সেতুর দক্ষিণ পাশ থেকে বালু বোঝাই ট্রাক্টর নিয়ে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন চালক একরামুল।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সারওয়ার পারভেজ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


জেবি/ আরএ্চ/