ঘোড়াঘাটে টেকসই কৃষি উন্নয়নে অবহিতকরণ কর্মশালা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩


ঘোড়াঘাটে টেকসই কৃষি উন্নয়নে অবহিতকরণ কর্মশালা
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে উপজেলা পর্যায়ে টেকসই কৃষি উন্নয়নে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৫ জুন) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ডিএই ঘোড়াঘাটের বাস্তবায়নে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


আরও পড়ুন: কক্সবাজারে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিষয় ভিত্তিক কর্মশালা শুরু


এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.রফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিএই উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিএই জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. জাফর ইকবাল, দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার কৃষিবিদ মো. আরিফ আফজাল, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, অতিরিক্ত কৃষি অফিসার খাতিজাতুল কোবরা, কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে সালমা। 


বক্তারা কর্মশালায় স্বল্প মেয়াদী আমন জাতের চাষ বৃদ্ধি, মাটির স্বাস্থ্য সুরক্ষায় ডলোচুনের ব্যবহার, সরিষার উৎপাদন বৃদ্ধি ও বীজ শোধন নিয়ে ব্যাপক আলোচনা করেন। কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সহ ৪২ প্রশিক্ষণার্থী অংশ নেয়।


জেবি/ আরএইচ/