সরিষাবাড়ীতে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৭ পিএম, ৬ই জুন ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে সেলিম মিয়া (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৬ জুন) সকাল ৮ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কোরানী পাড়া (মধ্য পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সুরুজ মিয়ার ছেলে।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিহতের পরিবার থেকে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ছিলেন সেলিম মিয়া। আয় উপার্জন না করায় বিবাহের পর থেকেই সংসারে অশান্তি বিরাজ করছিল। যার ফলে সেলিম মিয়ার মানসিক ভারসাম্যহীনতা দিন দিন আরো বৃদ্ধি পায়। ইতিপূর্বে সে ২/৩ বার বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। এদিকে গত দের মাস পূর্বে সেলিম মিয়ার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহববত কবীর বলেন, আমরা লাশ উদ্ধার করেছি এবং ঘটনার অবহিত হয়েছি। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আত্মীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে আমরা লাশ বিনা ময়না তদন্তে তাদের নিকট হস্তান্তর করেছি।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
