বিএনপির নির্বাচন বর্জনের কোনও সুযোগ নেই: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি দেবে এটাই স্বাভাবিক। তবে বিএনপি-জামায়াতের বিভিন্ন কর্মসূচির মূল লক্ষ্যই হচ্ছে গণ্ডগোল এবং পানি ঘোলা করা।
মঙ্গলবার (৬ জুন) সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বিএনপিকে লোভ দেখানোর কোনো প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী
ভিসা নীতির কারণে এবার বিএনপির নির্বাচন বর্জনের কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এবার বিএনপি কোনো দেশ থেকেই তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রতি সমর্থন পায়নি। আর এখন ভিসা নীতির কারণে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন প্রতিহত করার সুযোগ নেই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব মোকাবিলায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে কিংবা যেকোনো ইস্যুকে কেন্দ্র করে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়, সেক্ষেত্রে প্রধান সারির গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে।
জেবি/ আরএইচ/