Logo

রংপুরে বিএনপির সভামঞ্চে তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
৩০ জানুয়ারি, ২০২৬, ২১:০৮
রংপুরে বিএনপির সভামঞ্চে তারেক রহমান
ছবি: সংগৃহীত

রংপুরে বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় পৌঁছেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন।

বিজ্ঞাপন

এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী তার বিকেল সাড়ে ৪টায় সভাস্থলে পৌঁছানোর কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনা ও শুভেচ্ছায় অংশ নিতে গিয়ে তিনি রাত ৮টার দিকে রংপুরে পৌঁছান।

রংপুরে আসার আগে সন্ধ্যা ৬টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বেলা ৪টায় নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের রংপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই জনসভার মাঠে নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD