Logo

নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
৩০ জানুয়ারি, ২০২৬, ১৮:২৩
নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১-দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম প্রধান সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, তার সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেছেন, অভিযুক্তদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসউদ জানান, “দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে অস্ত্রধারী সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে নদীতে ফেলে দিয়েছে। চিহ্নিতদের দুই ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেফতার করা উচিত। তা না হলে নির্বাচনের মাঠে থাকব কি না তা পুনর্বিবেচনা করতে হবে। বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরও আমরা কোনো প্রতিকার পাচ্ছি না।”

বিজ্ঞাপন

এর আগে দুপুরে হাতিয়ায় ফেরিঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে শাপলা কলির একটি দল ধাওয়া-পাল্টা ধাওয়া করে। ওই সময় সংঘর্ষে শাপলা কলির কয়েকজন আহত হন, যা মাসউদ অভিযোগ হিসেবে উত্থাপন করেছেন।

হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে আছি। পরে বিস্তারিত জানানো হবে।”

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD