ঋণখেলাপি প্রার্থীদের তথ্য প্রকাশ করবে ইনকিলাব মঞ্চ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপি প্রার্থীদের নাম, ছবি ও সংশ্লিষ্ট তথ্য প্রকাশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল থেকে পর্যায়ক্রমে এ তথ্য প্রকাশ করা হবে।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কর্মসূচির কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
সমাবেশে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়া ঋণখেলাপি প্রার্থীদের বিস্তারিত তথ্য—নাম, ঋণের পরিমাণ, কোন আসন থেকে নির্বাচন করছেন এবং ছবিসহ—সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হবে। একই সঙ্গে জনগণকে এসব প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বানও জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
এছাড়া দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের নাম ও নির্বাচনি আসনের তথ্যও প্রকাশের কথা জানান আব্দুল্লাহ আল জাবের। তার ভাষ্য অনুযায়ী, সংকটের সময়ে বিদেশে চলে যাওয়ার সম্ভাবনা আছে—এমন ব্যক্তিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে তারা আপত্তি রাখেন।
গণভোট প্রসঙ্গে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান তুলে ধরে বলেন, দেশের সাধারণ মানুষের হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক ও গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ জনগণের ক্ষমতায়নের আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস না করার কথাও সমাবেশে উল্লেখ করা হয়। আব্দুল্লাহ আল জাবের বলেন, “ইনকিলাব মানেই বিপ্লব, ইনকিলাব মানেই সংগ্রাম”—এ সংগ্রাম জনগণের অধিকারের পক্ষে বলেও তিনি দাবি করেন।
‘জুলাই’কে স্বাধীনতার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের স্বাধীনতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।








