বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩


বিএনপির সঙ্গে সংলাপের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে সংলাপের কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই। তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 


তিনি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। 


শুক্রবার (৯ জুন) রাজধানীতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: বিদ্যুৎ সমস্যার সমাধান হবে কবে, জানালেন তথ্যমন্ত্রী


তিনি বলেন, আমির হোসেন আমু যে বক্তব্য দিয়েছিলেন তা তার ব্যক্তিগত অভিমত। আওয়ামী লীগ এবং ১৪ দলের অভিমত এক নয়। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।


মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্বে পণ্যের সংকট সৃষ্টি হয়েছে এবং দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে। বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির ছাপ পড়লেও পণ্যের সংকট সৃষ্টি হয়নি।


বিদ্যুৎ সংকটের বিষয়ে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, আশা করছি ১৫-২০ দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে। এসময় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।


তথ্যমন্ত্রী বলেন, আমরা কোনো সংলাপের কথা বলিনি। বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না।


জেবি/ আরএইচ/