পঞ্চগড়ে তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস কমে ৩৩ ডিগ্রীতে নেমেছে


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৯ই জুন ২০২৩


পঞ্চগড়ে তাপমাত্রা ৫ ডিগ্রী সেলসিয়াস কমে ৩৩ ডিগ্রীতে নেমেছে
ফাইল ছবি

প্রায় দুই সপ্তাহ ধরে পঞ্চগড়ের উপড় দিয়ে চলমান দাবদাহে জনজীবন বিপন্ন হয়ে ওঠে। খরার সাথে পরিবর্তিত আবহাওয়া মানুষের স্বাভাবিক জীবনকে দূর্বীসহ করে তোলে। পথ-প্রান্তরে চলাফেরা করতে গিয়ে মানুষের হাসফাস অবস্থা। রোদের প্রখরতা সাথে পরিবেশে প্রচন্ড দাবদাহ বিরাজ করায় জীবনযাপনে কঠিন সময় অতিবাহিত করতে হয় সবাইকে।


পঞ্চগড়ে দীর্ঘ সময় ধরে চলমান খরায় মাঠ ঘাট শুকিয়ে যাওয়ার মত অবস্থা দেখা দেয়। সাথে পরিবর্তিত আবহাওয়ার কারণে সবর্ত্র দাবদাহ বিরাজ করতে থাকে। পাশাপাশি বিদ্যূতের ঘন ঘন লোডসেডিং এর কারনে মানুষ আরো কাহিল হয়ে পড়ে।এদিকে আবহাওয়া অফিস সুত্রে জানা যায় ‘প্রায় দুই সপ্তাহ ধরে তাপমাত্রা বেড়ে কখনো ৩৮ ডিগ্রী কখনো ৩৬ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করতে থাকে।


এরপর শুক্রবার (৯ জুন) সকালে আকাশে হঠাৎ আকাশ মেঘাছন্ন হয়ে পড়ে। পাশাপাশি হাল্কা বাতাস শুরু হওয়ার পরিবেশ অনেকটাই স্বাভাবিক হয়ে পড়ে। এরপর দুপুরের দিকে আকাশে সূর্যের দেখা মিলে।


এ বিষয়ে তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন‘ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে‘তবে পঞ্চগড়ে কখন বৃষ্টি হবে তা এলাকা অনুযায়ি বলা যায়না। তবে বৃষ্টি হবে। শুক্ররবার তেতুঁলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২২ ডিগ্রী সেলসিয়াস। যা আগের  শনিবারের চেয়ে ৫ ডিগ্রী কম। শনিবার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস।


আরএক্স/