সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:১০ পিএম, ১৮ই জুন ২০২৩

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ (জে.ইউ.এম)।
রবিবার (১৮ জুন) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নজীব আশরাফ, জয়নাল আবেদিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সিরাজুল ইসলাম, মাসুদ রানা, আব্দুস সাত্তার, রাসেল হোসেন, আব্দুল হালিম, কামরুজ্জামান লিটন, জহির রায়হান,ফয়জুর রহমান ফরহাদ, এ টি এম হুমায়ুন কবীর, খোকন সাহা, আবু সাঈদ, রাসেল হোসেন, আতিক হাসান, শফিকুল ইসলাম, কামাল হোসেন,মুমিনুল ইসলাম মানিক, সুমন ভট্টাচার্য , সামদানী হোসেন, হুমায়ুন কবীর লোটাস, ইমরান হামিদ প্রমুখ।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে কালকিনিতে বিক্ষোভ
বক্তারা নাদিম হত্যাকারিদের দ্রুত বিচার আইনে ফাঁসির দাবি জানান।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
