অধ্যাপক ড. রওশন জাহানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রওশন জাহানের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
বুধবার (৫ জুলাই) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. রওশন জাহান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও মনোবিজ্ঞানী। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী শিক্ষক মনোবিজ্ঞান বিষয়ক শিক্ষার প্রসার ও মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ক গবেষণায় অনন্য অবদান রেখে গেছেন। তিনি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
আরও পড়ুন: ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাবি উপাচার্যের শুভেচ্ছা
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক ড. রওশন জাহান মঙ্গলবার দিবাগত রাতে বনানীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
জেবি/ আরএইচ