মসিকের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি: মেয়র টিটু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩


মসিকের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি: মেয়র টিটু
মেয়র টিটু

জলাবদ্ধতা নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে খাল সংস্কার ও খালের উভয় পাশের অবৈধ দখল অপসারণে চলমান উচ্ছেদ কার্যক্রম বুধবার (১২ জুলাই)পরিদর্শন করেছেন মেয়র মো. ইকরামুল হক টিটু। 


সাম্প্রতিক দীর্ঘ বৃষ্টিতে শহরে হঠ্যাৎ জলাবদ্ধতা তৈরি হলে শহরের খালসমূহকে প্রবাহমান করার জন্য গত ৫ জুলাই থেকে খালের অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু করে মসিক। এর আওতায় খাল পাড়ে কোন দখল বা অবৈধ অবকাঠামো থাকলে তা অপসারণ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। একই সাথে খালের খনন কার্যক্রমও চলমান রয়েছে। 


পরিদর্শনকালে মেয়র জানান, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আমরা কাজ করছি। আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক চলমান রয়েছে। কিন্তু আমাদের খালগুলো দখল হয়ে গিয়েছিলো, সেগুলো আমারা ‍উচ্ছেদ করছি। যাতে খালে পানির প্রবাহ বেগবান হয়। 


তিনি বলেন, ইতোমধ্যে শহরের জলাব্ধতা পরিস্থিতির উন্নতি ঘটেছে। মেয়র আশা করেন, এ উচ্ছেদ কার্যক্রম এবং চলমান ড্রেনেজ নেটওয়ার্কের নির্মাণ কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা পরিস্থিতির সমাধান হবে।


এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, সচিব আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।


আরএক্স/