সরিষাবাড়ীতে নেশার টাকা যোগাতে ছাগল চুরি!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪১ পিএম, ১৫ই জুলাই ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে নেশার টাকা যোগাতে ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে ছাগল চুরি হয়।
শনিবার(১৫ জুলাই) দুপুর ৩ টায় ছাগল চুরির বিষয়ে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর।
খোজ নিয়ে জানা যায়, পিংনা ইউনিয়ের ২ নং ওয়ার্ডের গোপালগঞ্জ এলাকার মস্তুর ছেলে দীর্ঘদিন ধরে নেশায় জড়িত হয়েছে। আর এই নেশার টাকা যোগাতে বিভিন্ন জায়গায় চুরির পেশায় জড়িত হয়ে যায় । গত শুক্রবার পিংনা এলাকার মজিবর নামের এক ব্যক্তির ছাগল চুরি হয় । পরে তিনি বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়ে পিংনা হাটে গেলে তার ছাগলটি এক ব্যবসায়ীর কাছে দেখতে পায়। পরে তিনি অই ব্যবসায়ীকে ছাগলের বিষয়টি নিয়ে চাপ প্রয়োগ করলে ছাগল ব্যবসায়ী চুরের নাম দেলোয়ার বলে দেয় । পরে সেই চুরকে ধরে এনে গণধোলাই দেয় স্থানীয় জনতা ।
এদিকে দেলোয়ারের পরিবার খবর পেয়ে বিষয়টি সমঝোতার সবার কাছে মাফ চেয়ে ছাগল চুরির বিক্রি টাকা ছাগল ব্যবসায়ীকে দিয়ে মজিবরকে ছাগল দিয়ে দেয়। এদিকে দেলোয়ারের বাবা মস্তু মাস্তান গফরগাঁও এলাকা থেকে এসে ১৯৯৮ সালে শুশুড় বাড়ী পিংনায় আশ্রয় নেয়। তিনি এরপর তারাকান্দি গেট পাড় এলাকায় মুরগির ব্যবসা করত। আর সেখান থেকেই তিনিও চুরির পেশায় জড়িত হয়। মোবাইল চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল বলে অনেকেই জানিয়েছেন।
এদিকে স্থানীয় এলাকা বাসী পরিবার সহ সবার খোজ খবর নিয়ে এই চুরকে গ্রেফতারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ এর দাবী জানিয়েছে।
একই এলাকার এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, দেলোয়ার নেশাগ্রস্ত। ছাগল চুরির টাকা ওর বাবা মস্তু ছাগল ব্যবসায়ীকে দিয়ে দিছে। তবে দেলোয়ারের ভাই আশরাফুল নাকি কিসের সাংবাদিক। জীবনে কোন নিউজ আমরা দেখি না। ফেসবুকে পোস্ট দেয় খালি। ওর ভাই ছাগল চুর। আশরাফুল ওর অপকর্ম আর ও পরিবারের অপকর্ম ঢাকতে এ পেশায় এসেছে।
পিংনা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দিন বলেন, শুনেছি মস্তুর ছেলে আশরাফুলের ভাই দেলোয়ার ছাগল চুরি করেছিল। পরে ছাগলের মালিক ছাগল নিয়ে গেছে ৷
অপরদিকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর শনিবার দুপুর ৩ টায় মুঠোফোনে জানান, বিষয়টি আমি অবগত না। তবে বিষয়টি খোজ খবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি৷
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
