সরিষাবাড়ীতে ৫ শতাধিক গবাদি পশুকে টিকা প্রদান
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩
জামালপুরের সরিষাবাড়ীতে ৫ শতাধিক গবাদি পশুকে টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম সহযোগিতায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামে লাম্পি স্কীন ডিজিজ প্রতিরোধের জন্য বিনামূল্যে ৫০০ টি গরুর টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে পুরস্কার ও সনদ বিতরণ
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত, উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) জামাল উদ্দিন, ভিএফএ কামরুল ইসলাম, এআইটি মো. আবুল কালাম আজাদ, এলএসপি নিলুফা ইয়াসমীন, এলএফএফ তরিকুল ইসলাম, ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দের উপস্থতিতে এ রোগ সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ গবাদি পশুর চিকিৎসার জন্য ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
জেবি/ আরএইচ/