ফুলবাড়িয়ার বড়বিলায় ভ্রাম্যমান আদালতের অভিযান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫৬ পিএম, ২৬শে জুলাই ২০২৩

ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলায় নিষিদ্ধ উপায়ে শিকারের ফলে মাছ কমে যাওয়াসহ জলজ উদ্ভিদ, শাপলা ও পদ্ম রক্ষায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জুলাই) টানা ৩ ঘন্টা এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়বিলার মৎস্যজীবিদের অভিযোগ ছিল, বড়বিলাতে কতিপয় কিছু লোক সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মশারি জাল, চাইনিজ বেড় জাল, কারেন্ট জাল দিয়ে অনিয়ন্ত্রিত উপায়ে মাছ শিকার করছে। এতে বিলে মাছের পরিমাণ কমে যাওয়ার সাথে সাথে জলজ উদ্ভিদ শাপলা ও পদ্ম আশঙ্কাজনকহারে হারে কমে যাচ্ছে। তাই বিষয়টি আমলে নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অনুরোধে ও স্থানীয় জনগণ এবং গ্রাম পুলিশের সহায়তায় দেশের ঐতিহ্যবাহী বড়বিলায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ৭৫০ হাত চায়না জাল, ৭৫০ মিটার মশারি জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল আটক, জব্দ এবং ধ্বংস করা হয়। অভিযানে স্থানীয় গ্রামবাসী সন্তোষ প্রকাশ করেন। তবে তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার অনুরোধ জানিয়েছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুল করিম জানান, বড়বিলার মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় যে কোন সময় এরূপ আরও যৌথ অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও অন্যান্য বিলেও এ অভিযান চলমান থাকবে।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরএ্ক্স
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
