Logo

এইচএসসি-সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই: ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

profile picture
জনবাণী ডেস্ক
৯ আগস্ট, ২০২৩, ২৪:৩৫
30Shares
এইচএসসি-সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই: ঢাকা শিক্ষাবোর্ড চেয়ারম্যান
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। মঙ্গলবার (৮ আগস্ট) সুষ্ঠু, নকলমুক্ত পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা ডাকা হয়েছে। 

সভা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

বিজ্ঞাপন

এদিক, পরীক্ষার সব ধরণের প্রস্তুতি শেষ করেছে শিক্ষাবোর্ডগুলো। এরইমধ্যে প্রবেশপত্র বিতরণ শুরু হয়েছে। এরমধ্যেই সোমবার (৭ আগস্ট) বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধ করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একই দাবিতে আজও বিক্ষোভ করছেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষা পেছানোর দাবি ওঠানো শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। এই পরীক্ষা পেছানোর কোনও সুযোগ নেই।’

চেয়ারম্যানের দাবি, শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই পরীক্ষার সময়সূচি, নম্বর সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষাকে আগের সময়সূচি অর্থাৎ ফেব্রুয়ারি, এপ্রিলে ফিরিয়ে নিয়ে আসতে চাই। সেজন্য পরীক্ষাগুলো আস্তে আস্তে এগিয়ে আনা হচ্ছে। এ কারণে এবার একটু সময় কম পেয়েছে তারা। এই বিষয়টি আগেই নোটিশ করা হয়েছে।’

তপন কুমার জানান, এইচএসসি পরীক্ষার সিলেবাস ও রুটিন অনেক আগেই দেওয়া হয়েছে। এ বিষয়ে সব পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারও কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরীক্ষা আগের নির্ধারিত সময়েই হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আন্দোলনরত শিক্ষার্থীদের ৪টি দাবির মধ্যে রয়েছে- ৫০ নম্বরে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা দুই মাস পিছিয়ে দিতে হবে, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা নয় এবং পরীক্ষা থেকে আইসিটি বিষয়টি বাদ দিতে হবে।

বিজ্ঞাপন

এসব দাবির বিষয়ে শিক্ষাবোর্ড চেয়ারম্যান বলেন, “এসব দাবি মানার মতো সময় ও সুযোগ এখন হাতে নেই। ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক ক্লাস পরীক্ষা হতে পারলে এইচএসসি পরীক্ষা নিতে সমস্যা কোথায়?”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD