এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৭ই আগস্ট ২০২৩
২০২৩ সালের এইচএসসি পরীক্ষার তারিখ পেছনের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর শাহাবাগে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি কাঁটাবোন হয়ে সাইন্সল্যাব মোড়ের দিকে যায়।
শিক্ষার্থীদের দাবি, তারা অনেক কম সময় পাচ্ছে।এই সময়ে পুরো সিলেবাসের পরীক্ষা দেওয়া সম্ভব নয়।
তারা বলেন, “আমাদের সিলেবাস কমিয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক অথবা পরীক্ষা এক মাস বা দুই মাস পিছিয়ে দেওয়া হোক। ১০০ নম্বরের পরীক্ষা আমরা মানি না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করে যাব।”
আরও পড়ুন: মাদকসহ গ্রেফতার শাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার
এবারের পরীক্ষা নিয়ে বেশকিছু দিন ধরে সোশ্যাল মিডিয়া ক্ষোভ প্রকাশ করছেন পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রণালয় ও বোর্ডের ই-মেইল ও সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠাচ্ছেন তারা। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, তাদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।
জেবি/এসবি