পল্টনের সড়কে ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান, যান চলাচল বন্ধ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের ঘোষণার বাস্তবায়নের দাবিতে আবারও সড়কে নেমেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।
বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টন-প্রেসক্লাব সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন, এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১টার পর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করলে কিছুদূর যাওয়ার পর পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে শিক্ষকরা সড়কের ওপর বসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে প্রেসক্লাব থেকে পল্টনমুখী রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় যানজট।
বিজ্ঞাপন
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান বলেন, “আমলাতান্ত্রিক জটিলতা ও প্রশাসনিক গড়িমসির কারণে আমাদের আবার সড়কে নামতে হয়েছে। সরকারের ঘোষণা সত্ত্বেও জাতীয়করণের কাজ আটকে রাখা হয়েছে নানা অজুহাতে।”
শিক্ষকরা জানান, চলতি বছরের ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিলেও এখনো কোনো প্রতিষ্ঠান সে সুবিধা পায়নি।
তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ প্রেরিত ১,০৮৯টি প্রতিষ্ঠানের এমপিও ফাইল অনুমোদন ও প্রকাশ। অনুদানবিহীন স্বীকৃত মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি। ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
বিজ্ঞাপন
এদিকে সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে টানা কয়েকদিন রাজধানীতে আন্দোলন করেছিলেন। এবার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে নতুন করে রাস্তায় নামায় শিক্ষা অঙ্গনে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।
শিক্ষক সমিতির নেতারা জানিয়েছেন, তাদের দাবি দ্রুত না মানা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে এবং দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে।