বিএনপির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে সন্তুষ্ট শিক্ষক নেতা, যা জানা গেল

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আশ্বাসে সন্তুষ্টি জানিয়েছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।
বিজ্ঞাপন
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে এ সন্তুষ্টি প্রকাশ করা হয়।
বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, “বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি জানিয়েছেন, তাদের দল ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করা হবে।”
বিজ্ঞাপন
আজীজী আরও জানান, বৈঠক চলাকালে মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন এবং শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করে, আপাতত যদি বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়, তবে অন্যান্য দাবিগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে এবং সরকারকে অনুরোধ জানাতে তারা কাজ করছেন বলেও জানান আজীজী।
তিনি বলেন, “বিএনপি মহাসচিবের আন্তরিকতা আমাদের আশ্বস্ত করেছে। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের বিষয়েও মনোযোগী হয়েছেন—এটি আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।”