Logo

শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা শিক্ষা উপদেষ্টার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১৪:৪৯
7Shares
শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা শিক্ষা উপদেষ্টার
ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) ঘোষণা করার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

বিজ্ঞাপন

রবিবার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির যে অগ্রগতি হয়েছে, তা সেই ধারাবাহিক প্রচেষ্টার ফল।”

তিনি আরও বলেন, “আমরা মনে করি শিক্ষক সমাজের প্রাপ্য আরও বেশি। তবে বর্তমান সীমাবদ্ধতার কারণে যতটুকু সম্ভব, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। এখন আশা করি আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম আবার শুরু হবে।”

বিজ্ঞাপন

চৌধুরী রফিকুল আবরার আরও বলেন, “যেখানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেখানে শিক্ষক সমাজ যেন দায়িত্বশীলতার সঙ্গে ক্লাস শুরু করেন—এই অনুরোধ করছি।”

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করা হয়েছে, যা আগামী নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে শিক্ষকরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা না মেনে অনশনসহ পূর্বঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD