Logo

এমপিওভুক্ত শিক্ষকদের বিকাল ৩টায় ‘ভূখা মিছিল’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৫, ১১:৫৬
20Shares
এমপিওভুক্ত শিক্ষকদের বিকাল ৩টায় ‘ভূখা মিছিল’
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘ভূখা মিছিল’ কর্মসূচি পালন করবেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দুপুর ১২ টায় মিটিং থাকার কারণে ভূখা মিছিল বিকাল ৩ টায় শুরু হবে ইনশা-আল্লাহ।”

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনরত শিক্ষক নেতারা বলেন, “আমরা সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জাতীয়করণ, বেতন বৈষম্য নিরসন, চিকিৎসা ও ভাতা বৃদ্ধি আমাদের প্রধান দাবি। কোনোভাবেই এই দাবি থেকে আমরা সরে আসব না।

আগের কর্মসূচির ধারাবাহিকতায় আজকের ‘ভূখা মিছিল’-এ সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসছেন। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, এর আগে জাতীয় শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD