মাদকসহ গ্রেফতার শাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩


মাদকসহ গ্রেফতার শাবিপ্রবির ২ শিক্ষার্থী বহিষ্কার
সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব

মাদকসহ গ্রেফতার হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

রবিবার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


বহিষ্কৃতরা শিক্ষার্থীরা হলেন-  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাজিদ সাকিব ও একই সেশনের মাহমুদ সাকিব।


আরও পড়ুন: এইচএসসির প্রবেশপত্র বিতরণ মঙ্গলবার থেকে শুরু


এই ঘটনায় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কামরুজ্জামান খাঁন প্রিন্স ওই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন।


আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু


উল্লেখ্য, বহিষ্কৃতরা গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে ১৪ বোতল মদসহ সিলেট কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এতে মাদক আইনে মামলা করে পুলিশ। শুক্রবার  (৪ আগস্ট)দুপুরে আদালত তাদের জেলহাজতে পাঠান।


জেবি/এসবি