বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান নিয়োগে আসছে বড় পরিবর্তন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩০ পিএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান নিয়োগে আসছে বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। এবার থেকে এসব নিয়োগের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ নিয়োগে সুপারিশ করার ক্ষমতা দিতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এর আগে এসব পদে নিয়োগ দিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি।


আরও পড়ুন: নতুন সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


তবে অভিযোগ উঠেছে, পরিচালনা কমিটি প্রায়ই স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের নিয়োগ দিয়ে আসছিল।


ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষক নিয়োগ যেভাবে এনটিআরসিএ-এর মাধ্যমে হয়ে থাকে, একইভাবে এখন থেকে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগও করা হবে। এতে যোগ্য প্রার্থীরা ন্যায্য সুযোগ পাবেন।


আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের অচলাবস্থা শিগগিরই দূর হবে: শিক্ষা উপদেষ্টা


শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান জানান, কমিটি প্রতিবেদন দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে জানা গেছে, এই প্রক্রিয়ায় সর্বোচ্চ যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য সুস্পষ্ট নীতিমালা নির্ধারণ করা হবে।


উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। অভিভাবক ও সাধারণ শিক্ষকরা বহুবার দাবি তুলেছেন যাতে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএ-এর মাধ্যমে করা হয়। সরকারের এই নতুন পদক্ষেপে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে।


এএস