২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছর তিনটি ধাপে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে- ২৭ মার্চ: ‘সি’ ইউনিট (বাণিজ্য অনুষদ), ৩ এপ্রিল: ‘বি’ ইউনিট (মানবিক অনুষদ) এবং ১০ এপ্রিল: ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ)।
বিজ্ঞাপন
তবে ভর্তি আবেদন শুরুর তারিখ ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত পরবর্তী সভায় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
সভায় ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, “গুচ্ছ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক ও ভৌগোলিক ভোগান্তি অনেকটাই কমে এসেছে। এবারও আমরা পরীক্ষার মান ও স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর।”
বিজ্ঞাপন
এসময় ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজন করে থাকে, যাতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা পরীক্ষা না দিয়েই একক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পান।








