শনিবার ক্লাস নিয়ে বিভ্রান্তি দূর করলেন শিক্ষক নেতা আজিজী

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের পর শনিবার ক্লাস নেওয়া নিয়ে দেশজুড়ে দেখা দিয়েছিল বিভ্রান্তি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই জানতে চেয়েছেন, শনিবার কি সাপ্তাহিক ছুটি থাকবে না, নাকি এটি স্থায়ী সিদ্ধান্ত? অবশেষে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার এক ফেসবুক লাইভে আজিজী জানান, ২০ নভেম্বর থেকে সারাদেশে বার্ষিক পরীক্ষা শুরু হবে। তার আগে মাত্র চারটি শনিবার হাতে আছে। তাই শিক্ষার্থীদের ক্ষতি পূরণে এই চারটি শনিবারই ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
আজিজী বলেন, “শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত কোনো সরকারি নির্দেশ নয়, বরং আমাদের বিবেকের তাড়নায় নেওয়া একটি উদ্যোগ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না করতে আমরা এই চার শনিবার ক্লাস চালু রাখব।”
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শনিবার ক্লাস খোলা রাখার বিষয়টি বাধ্যতামূলক নয় বরং শিক্ষার্থীদের স্বার্থে নেওয়া উদ্যোগ। তবে কোনো প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত মানবে না, তা তদারকি করা হবে এবং জোটের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আজিজী বলেন, “আমরা আন্দোলন করেছি ন্যায্য দাবির জন্য, কিন্তু এখন সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর। শনিবার ক্লাস মানে আমাদের দায়িত্ববোধের প্রকাশ। আজ যদি আমরা ত্যাগ না করি, ভবিষ্যতে আন্দোলনে জাতি আমাদের পাশে থাকবে না।”
বিজ্ঞাপন
এমপিওভুক্ত শিক্ষকরা সম্প্রতি তিন দফা দাবিতে আন্দোলন করেন, যার মধ্যে বাড়িভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবি ছিল অন্যতম। সরকারের পক্ষ থেকে আপাতত দুই ধাপে ১৫ শতাংশ বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। ৭.৫ শতাংশ নভেম্বর থেকে এবং বাকি ৭.৫ শতাংশ জুলাই থেকে কার্যকর হবে। তবে অর্থ মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন দেয়নি।
এ প্রসঙ্গে আজিজী বলেন, “যদি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত না নেয়, আমরা ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করব। শিক্ষকদের ঐক্য ভাঙা সম্ভব নয়।”








