দেশে খাদ্যের দাম কম আছে বললেন কৃষিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৮:১০ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩


দেশে খাদ্যের দাম কম আছে বললেন কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে খাদ্যের দাম, চালের দাম কম বলে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন তবে জিনিসপত্রের মূল্য অনেক বেশি। এ ছাড়া আলু, পেঁয়াজ, রসুনের দাম নির্ধারণ হয় আবাদের ওপর।


রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের নাগরপুরে আ.লীগের জনসভায় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


কৃষিমন্ত্রী বলেন, “মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দাম, সারের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।”


তিনি আরও বলেন, “কৃষি সবসময় প্রকৃতির ওপর নির্ভরশীল। এখন কৃষি হচ্ছে না এজন্য আমি কৃষিমন্ত্রী হিসেবে শঙ্কিত। পেঁয়াজের দাম অনেক বেড়েছে। গত বছর আলু বিক্রি করতে পারেনি এ কারণে আলু ফেলে দিয়েছে।”


আরও পড়ুন: বিশ্ব সেপসিস দিবস পালিত


নির্বাচন সম্পর্কে ড. আব্দুর রাজ্জা বলেন, “নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। তৃণমূল পর্যায়ে আমাদের শিকড় আছে। বিদেশিরা কি বলল এটি আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বলল এটি শুনুন। তারা লন্ডনে বসে, নিউইয়র্কে বসে বাংলাদেশ সম্পর্কে ভালো বলতে পারবে না।”


আরও পড়ুন: কাল থেকে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান


খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে তিনি আরও বলেন, “তাকে সর্বোচ্চ ভালো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন ডাক্তাররা তার খোঁজখবর নিচ্ছেন।”


জেবি/এসবি