জাতির ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই: এমপি টগর
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৪ পিএম, ২৯শে অক্টোবর ২০২৩

আহসান হাবীব মামুন: দামুড়হুদা লোকনাথপুরে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরাকরের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধা ভোগি ব্যাক্তিদের নিয়ে মতবিনিময়, শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্টিত হয়েছে।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১ টায় দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন ফুটবল মাঠের সমাবেশে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, বাংলাদেশের উন্নয়নের রুপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের স্বর্ন শেখরে। জাতির জনকের স্বপ্ন পৃরনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি আরো বলেন, অবহেলিত এই জনপদের উন্নয়ন হয়েছে চোখে পড়ার মত।সারা বাংলাদেশসহ আমাদের এলাকায় রাস্তা ব্রীজ,কালভার্ট স্কুল, কলেজ,মাদ্রাসা মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্টানে ব্যাপক উন্নয়ন হয়েছে।তাছাড়া বিধবা ভাতা,বয়স্কভাতা মাতৃকালীনভাতা, শিক্ষাভাতা,মুক্তিযোদ্ধাভাতা,প্রতিবন্ধিভাতাসহ পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার।এ সব উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি- জামাত, তারা অহেতুক অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচালসহ ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে।
এ সময় এমপি বলেন, একাত্তরের পরাজিত শক্তি জামাত ও বিএনপি যতই অরাজকতা সৃষ্টি করুক না কেন এদেশের জনগন তা শক্তহাতে প্রতিহত করবে।তাই আসুন দেশের উন্নয়ন অব্যহত রাখতে বিরোধী দলের অপশক্তিকে রুখে দিতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকার গঠনে সহায়তা করি। মনে রাখবেন দেশ ও মানুষের ভাগ্যে উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে, সমাবেশে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, হাউলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আলী আহম্মদ সোনা,সাধারন সম্পাদক আবু সাঈদ খোকন,দর্শনা পৌর আ.লীগের যুগ্ন সম্পাদক গোলাম ফারুক আরিফ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, ইউপি চেয়ারম্যান হযরত আলী,আব্দুল করিম, নিজাম উদ্দিন, কামাল উদ্দিন,দর্শনা কেরুর প্রশাসন বিভাগের সাবেক এডিএম শেখ শাহাব উদ্দীন, আ.লীগ নেতা আবু তালেপ প্রমুখ।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ

পারিবারিক দ্বন্দ্বে বন্ধ পানি বের হওয়ার পথ, ভোগান্তিতে স্কুলের শতাধিক শিক্ষার্থী

জুলাই অভ্যুত্থান দিবসে মেহেরপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা
