মুক্তাগাছায় নৌকার প্রার্থীর শোডাউন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৫২ পিএম, ২৮শে নভেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের শোডাউন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকেই তাদের প্রাণপ্রিয় নেতাকে স্বাগত জানাতে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার হাজারো জনতা মোটর সাইকেল, প্রাইভেটকার, অটোরিক্সা, ভ্যান নিয়ে উপজেলার সীমান্তবর্তী মনতলা এলাকায় জড়ো হয়। পরে দুপুরে জনপ্রিয় নেতাকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে উপজেলাবাসীকে অভিন্দন জানায় এবং নৌকার পক্ষে ভোট দাবি করেন।
এসময় এলাকার আপামর জনতা রাস্তার দুই পাশে দাড়িয়ে তাদের প্রাণের নেতাকে স্বাগত জানান।
শোডাউন শেষে স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে এক সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. বসির উদ্দিন, দেবাশীষ ঘোষ বাপ্পী, এমবিএম জহিরুল হক জহির, মোশফিকুর রহমান মশিউর প্রমুখ।
সভায় বক্তারা আব্দুল হাই আকন্দকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শেরপুরে উপজেলা প্রশাসনের মোড়ক উন্মোচন ও পুষ্পস্তবক অর্পণে আ.লীগ নেতা!

জামালপুরে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র সমাধিতে শ্রদ্ধা নিবেদন

আ’লীগ নেত্রীর বিরুদ্ধে হিজড়াকে অপহরণ-নির্যাতনের অভিযোগ

‘লাইলাতুল নির্বাচনের’ দায়িত্বে থাকা কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে’
