ড. ইউনূসের দণ্ডে আ. লীগের কোনো দায় নেই: কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের আরও বলেন, “লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই বাধা দিক নির্বাচন ঠেকানো যাবে না।”
আরও পড়ুন: ৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি
ড. ইউনূসের সাজা নিয়ে প্রশ্নের উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আদালতের রায়েই তিনি দন্ডিত হয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?”
আরও পড়ুন: আবারও তিন দিনের কর্মসূচি দিল বিএনপি
জাপার কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসা প্রসঙ্গে আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, “জাতীয় পার্টির ২/১ জন ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন নাও করতে পারেন। কিন্তু দলগতভাবে নির্বাচন থেকে তারা সরে যাবে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি।”
জেবি/এসবি