ফেসবুকে মন্তব্য নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফেসবুকে মন্তব্য নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত ২

গাজীপুরে ফেসবুক কমেন্টের দ্বন্দ্বে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টায় কাপাসিয়ার দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে হঠাৎ কয়েকজন এসে স্থানীয়দের ওপর চড়াও হয়। এর এক পর্যায়ে ছুরিকাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই ফারুক ও নাঈম মারা যান। আহত অবস্থায় করেকজনকে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

এদের মধ্যে কয়েকজন গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএ/