রাজস্ব আদায় বৃদ্ধি করতে হলে কর কমিয়ে আনতে হবে: এনবিআর চেয়ারম্যান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রাজস্ব আদায় বৃদ্ধি করতে হলে কর কমিয়ে আনতে হবে: এনবিআর চেয়ারম্যান

রাজস্ব আদায় বৃদ্ধি করার জন্য আমাদের বেশি লোককে করের আওতায় আনতে হবে আর বেশি লোককে করের আওতায় আনতে হলে আমাদের কর প্রদান সহজ করতে হবে। পাশাপাশি কর হার কমিয়ে আনতে হবে, তবেই আমাদের কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। তিনি আরও বলেন, কর দাতা গ্রহীতার মধ্যে প্রক্রিয়া সহজতর করতে হবে। তাহলে সকলেই স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করবে। এছাড়া কর প্রদানে অটোমেশন প্রক্রিয়া কার্যক্রম শুরু হয়েছে। এতে যে কেউ ঘরে বসে তাদের কর প্রদান করতে পারবে।

 

 রবিবার (১২মার্চ) সকালে জেলা পরিষদের ভাষা সৈনিক আব্দুল জব্বার মিলনায়তনে দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ২০২২-২০২৩ অর্থবছরের প্রাক বাজেট প্রস্তাব বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়