নাগরপুরে ব্রীজ সংস্কারে নেই স্থায়ী সমাধান, মাসে একাধিকবার দূর্ঘটনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ইউনিয়নে টেংরিপাড়া গ্রামে নয়াইনদীর খালের উপর-আরিচা মহা সড়কের স্টীলের বেইলী ব্রীজ মাসে একাধিক বার ক্ষতিগ্রস্ত হলেও হচ্ছে না স্থায়ী সংস্কার। গত (৮ মার্চ) বেইলি ব্রিজটি সরিষা ভর্তি ট্রাক পারাপারের সময় পাটাতন ভেঙ্গে ব্রীজের মাঝখানেই আটকে যায়।
দায়সাড়া মেরামতের ফলে রবিবার (১৩ মার্চ) সকালে সংস্কারের দুই দিনের মধ্যেই সেতুর পাটাতন পুনরায় ভেঙে যাওয়ায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার পর থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে যান চলাচল। এতে স্থবির হয়ে পড়েছে দু’পারের ব্যবসা বাণিজ্য।
স্থানীয়দের
অভিযোগ প্রশাসনের গাফলতির কারনে ঝুকিপূর্ণ ব্রীজ দিয়ে অতিরিক্ত ওজনের
ভারী যানবাহন চলাচল করায় ব্রীজের পাটাতন
সরে গিয়ে প্রায়ই ঘটছে
ছোট বড় দূর্ঘটনা। সেতু
মেরামতে স্থায়ী সমাধান না হওয়ায় টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক এই মহাসড়কে অস্বাভাবিক
ভাবে ব্যাহত হচ্ছে যান চলাচল এবং
জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ।
নাগরপুর