দুমকিতে কলেজ শিক্ষিকাকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুমকিতে কলেজ শিক্ষিকাকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা

পটুয়াখালীর দুমকির এলএএম ইউনাইটেড মহিলা কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষিকা লেবুখালী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোসাঃ তাহের আলী রুমাকে অপহরণের চেষ্টা করে তার সাবেক স্বামী সাইফুল্লাহ জাহান মানিকসহ একদল দুর্বৃত্ত। ঘটনায় দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১২ মার্চ) দুপুরে তাহেরা আলী রুমা কলেজ থেকে বাসায় ফেরার পথে লেবুখালী- বাউফল মহাসড়কের ইউনাইটেড মহিলা কলেজ গেটে আসলে আসামি সাইফুল্লা মানিক, তার ভাই আরিফুর রহমান, আল আমিন, মোমিন মৃধ্যা সহ আরো অজ্ঞাতনামা থেকে জন দুর্বৃত্ত একটি মাহিন্দ্রা যোগে এসে শিক্ষিকা তাহেরা আলী রুমাকে আঘাত করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাচ্ছিল।

 

মাহিন্দ্রাটি দুমকি থানা ব্রিজ এলাকা অতিক্রমকালে  শিক্ষিকা তাহেরা আলীর ডাক চিৎকারে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন সহ এলাকার লোকজন মোটরসাইকেল নিয়ে মাহিন্দ্রাটি উপজেলার পরিষদের পশ্চিম পাশে আটকাতে সক্ষম হলে হাতাহাতি ধস্তাধস্তির

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়