হাকালুকির বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ থানা পুলিশের অভিযান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হাকালুকির বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ থানা পুলিশের অভিযান

হাকালুকি হাওরের অভয়াশ্রম ইজারাকৃত মৎস্য বিলের ইজারা শর্তভঙ্গ করে অবৈধভাবে সেচ মেশিনে বিল শুকিয়ে মাছ আহরণের অভিযোগ উঠেছে ইজারাদারদের বিরুদ্ধে।

 

শনিবার (১২ মার্চ) হাওরের ৬শএকর আয়তনের নাগুয়া-ধলিয়া বিলে পুলিশ অভিযান চালিয়েছে। এর আগে রনচি বিল অভয়াশ্রম থেকে বড়লেখা মৎস্য বিভাগ সেচ মেশিনসহ মাছ ধরার ব্যাপক সরঞ্জাম জব্দ করেছে।

 

জানা গেছে, হাকালুকির ইজারাকৃত তুরল, নাগুয়া-ধলিয়া এবং অভয়াশ্রম ঘোষিত রনচি, চৌলাসহ বিভিন্ন বিলের ইজারাদার স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সেচ মেশিনে বিল শুকিয়ে মাছ আহরণ করতে থাকে।

 

প্রায় ১৫ দিন সেচ মেশিনে অভয়াশ্রমচৌলা বিলে পানি শুকিয়ে প্রভাবশালীরা লাখ লাখ টাকার মাছ লুট করেছে। রনচি অভায়শ্রম বিলের মাছ লুটের পর লোক দেখানো অভিযান চালিয়ে বড়লেখা উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান একটি সেচযন্ত্র মাছ ধরার সরঞ্জাম জব্দ করেই দায় সারেন। ৬শএকরের নাগুয়া-ধলিয়া বিলের ইজ