আটোয়ারীতে সীমান্ত পেরিয়ে আসা হরিণের মৃত্য, হয়েছে ময়না তদন্ত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আটোয়ারীতে সীমান্ত পেরিয়ে আসা হরিণের মৃত্য, হয়েছে ময়না তদন্ত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাবারের খোঁজে এসে একটি হরিণের মৃত্যু হয়েছে। শনিবার   বিকেলে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি এলাকায় এ ঘটনা ঘটে। সকলের ধারণা এটি ভারতীয় হরিণ।

 

রোববার (১৩মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় বন বিভাগের বিট অফিসার সুলতানুল ইসলাম।

 

জানা যায়, খাবারের খোঁজে পথ হারিয়ে ভারত সীমান্ত অতিক্রম করে হরিণটি সিকটিহারি গ্রামে আসে। কিন্তু বাংলাদেশ সীমান্তে আসার পর উৎসুক জনতা তাকে ধাওয়া করে। এ সময় দৌড়ে বাঁচার চেষ্টা করছিল হরিণটি। কিন্তু হঠাৎ পায়ে আঘাত পেয়ে আহত হয়। পায়ের রক্তক্ষরণের সঙ্গে উৎসুক জনতার চাপে হরিণটি মারা যায়। পরে তার মরদের উদ্ধার করে ময়নাতদন্ত করে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় মাটিতে পুঁতে রাখা হয়।

 

জেলা বন বিভাগের বিট কর্মকর্তা সুলতানুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করেছিলাম হরিণটিকে বাঁচানোর। কিন্তু উৎসুক জনতার চাপ ও রক্তক্ষরণে মারা গেছে হরিণটি। মানুষের অসচেতনতার কারণে ঘটনাটি ঘটেছে।

 

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুল আলম হালিম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগে হরিণটি মারা যায়। হরিণটি ডান পায়ে আঘাত পেয়ে রক্তক্ষরণের কারণে মারা গেছে। ময়না তদন্ত শেষে হরিণের মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

জি আই/