বহুতল ভবন থেকে লাফ দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বহুতল ভবন থেকে লাফ দিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বহুতল ভবন থেকে লাফিয়ে অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

রোববার (১৩ মার্চ) বিকেল অনুমান সাড়ে তিনটার দিকে নগরীর স্বদেশী বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শ্রীজা নগরীর পুলিশ লাইন্স এলাকার শিক্ষক স্বপন ধরের মেয়ে। সে নগরীর বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এর আগে দুপুর ২টার দিকে ফেসবুকে পোস্ট দিয়ে ওই এলাকার বহুল ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্রী শ্রীজা। স্ট্যাটাসে সে তার আত্মহত্যার জন্য নিজ পরিবারকে দায়ী করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ওই স্কুলছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কী কারণে এমন ঘটনা ঘটেছে বিষয়টি জানতে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

এসএ/