সুনামগঞ্জে তাহিরপুর সীমান্তে এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে মোঃ জনিক মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।
নিহত
জনিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা বড়ছড়া গ্রামের জিল্লু মিয়া ছেলে।
নিহতের
স্বজন ও স্থানীয়রা জানায়,
গতকাল রবিবার রাতে ভারতে গিশেছিলো
জনিক। তবে জনিক কেন
বা কি কারণে ভারতে
গিয়েছিলো তা কেউ নিশ্চিত
করে বলতে পারেননি।
সোমবার
(১৪ মার্চ) সকালে বড়ছড়া জয়বাংলা বাজারের উত্তরে ভারত- বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা থেকে জনিককে আধা
মরা অবস্থায় আমরা উদ্ধার করি।
এবং উন্নত চিকিৎসার্থে জনিক কে নিয়ে
সুনামগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে
রওয়ানা হলে মধ্য পথেই
তার মৃত্যু ঘটে। নিহতের স্বজন
ও স্থানীয়রা ধারণা করছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অমানুষিক নির্যাতনের পর জনিককে সীমান্তে
পেলে গেছে।
এ বিষয়ে তাহিরপুর থানার ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার বলেন, কেন/কি ভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো