সুন্দরগঞ্জে পল্লী চিকিৎসকদের নিয়ে এলিকো এগ্রোভেটের সেমিনার অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সুন্দরগঞ্জে পল্লী চিকিৎসকদের নিয়ে এলিকো এগ্রোভেটের সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের শোভাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় এলিকো এগ্রোভেট কোম্পানির এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৪ মার্চ)  দুপুরে জাতীয় দৈনিক জনবাণীর সহযোগী প্রতিষ্ঠান এলিকো এগ্রোভেট কোম্পানির সিও দাছিজুল হক আনিস উপজেলার কর্মরত পল্লী চিকিৎসক ও ফার্মিসির মালিকদের সঙ্গে নিয়ে এক সেমিনারের আয়োজন করেন।  সেমিনারে সভাপতিত্ব করেন কোম্পানির সিও দাছিজুল হক আনিস।
 
পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এলিকো এগ্রোভেট কোম্পানির মালিক আমি শুধু একাই নই, প্রত্যেকটি মানুষ এলিকো এগ্রোভেট কোম্পানি মালিক। আমরা আপনাদের চিকিৎসকদের কাছে ঔষধ বা পণ্য বিক্রয়ের জন্য সেমিনারের আয়োজন করি নাই। আমরা যেমন সাধারণ মানুষদের সেবা দিতে চাই। ঠিক সেই ভাবে আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাদের সহযোগিতা করলে একদিন আমরাও অনেক বড় নামি-দামি কোম্পানির মতো সুনাম অর্জন করতে পারব। আপনারা সারাদিন একবার আমাদের ঔষধ লিখে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। আমরা আগামীতে পল্লী চিকিৎসকদের এলিকো এগ্রোভেট কোম্পানির ব্যানারে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করবো।’ 
 
কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মশিউর রহমান (ডিপার্টমেন্টাল ম্যানেজার, এলিকো এগ্রোভেট কোম্পানি সুন্দরগঞ্জ, গাইবান্ধা)।  মামুনুর রশিদ দুলাল (সিনিয়র ভেটেরিনারি এস,আর এলিকো এগ্রোভেট কোম্পানি শোভাগঞ্জ, সুন্দরগঞ্জ, গাইবান্ধা)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চিকিৎসকরা হলেন, শান্তিরাম ইউনিয়নের (সেলিম মিয়া), কঞ্চিবাড়ী ইউনিয়নের (আঃ মোন্নাফ), ছাপরহাটী ইউনিয়নের শোভাগঞ্জ এলাকার (মোঃ মুক্তা মিয়া), ধুবনী বাজারের (শ্রী জয়ন্ত কুমার), ছাপরহাটীর (আতাউর রহমান), সীরার (মোঃ মোফাজ্জল হোসেন), শোভাগঞ্জের (শ্রী হিরা লাল), খামার পাঁচগাছির (সুজন মিয়া), সিচা বাজারের (ফারুক মিয়া), শোভাগঞ্জের (মিজানুর রহমান), 
শান্তিরামের (আমজাদ হোসেন), পরানের (নুর আলম), শান্তিরামের (পরিতোষ কুমার), সিচা বাজারের (আমিন হোসেন), মন্ডলের হাটের (মোঃ মাহবুর), ধর্মপুরের (আকবর আলী), ধুবনীর (বিদ্যুৎ কুমার সরকার), কঞ্চিবাড়ীর (নজরুল ইসলাম), ছাইতানতোলার (স্বপন সরকার), খামার পাঁচগাছির (বেল্লাল হোসেন), ছাপরহাটীর (আশরাফ আলী), ডোমের হাটের (মাহফুজার রহমান), ফোরকানিয়া বাজারের (খালেদ হোসেন মিলু), মজুমদার হাটের (নজরুল ইসলাম), ফোরকানিয়া বাজারের (মিটু মিয়া), মন্ডলের হাটের (আঃ বারেক মিয়া), ধুবনী বাজারের (হামিদুল ইসলাম) প্রমূখ। 

আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক জনবাণীর সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম। 

এসএ/