মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বেহাল দশা, দূর্ভোগ চরমে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দীর্ঘদিন সংস্কার না করায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরে গেছে। এতে
এই সড়কটি দিয়ে চলাচলকারী লাখ
লাখ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। দ্রত সময়ের মধ্যে
সংস্কার করে চলাচলের দাবি
স্থানীয়দের। আর সড়ক জনপদ
বিভাগের পক্ষ থেকে দ্রত
সংস্কার করে চলাচল উপযোগিকরা
হচ্ছে দাবি করে আগামি
মাসের মধ্যে মেহেরপুর- কুষ্টিয়া সড়ক টেন্ডার প্রক্রিয়ার
শেষ করে কার্যাদেশ দেওয়ার।
মেহেরপুর- কুষ্টিয়া সড়কের বেশির ভাগ স্থানে অধিকাংশ
স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া
বের হয়ে বড়
বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়ক দিয়ে
চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে
দুর্ঘটনা। সড়কগুলো খানাখন্দে পরিণত হওয়ায় প্রতিনিয়ত বাস, ট্রাক, ইজিবাইক
ও মোটরসাইকেল উল্টে পঙ্গগুত্ববরণ করেছে অনেকেই। ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে
গিয়ে যানবাহন বিকল হয়ে পড়ছে।
বর্তমানে ওই রাস্তা চলাচলের
অনুপযোগী হয়ে পড়ায় এ
এলাকায় ব্যবসা-বাণিজ্যে ধ্বস নেমেছে।
দীর্ঘদিন যাবৎ সড়ক সংস্কার না হওয়ার কারণে বিশেষ করে