নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প সফল বাস্তবায়ণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প সফল বাস্তবায়ণ

ময়মনসিংহের মুক্তাগাছায় তৃতীয় নগর পরিচালন অবোকাঠামো উন্নিতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজি আই আই - পি -) এর কাজ এগিয়ে চলছে ভৌত সামাজিক অবকাঠামোয় এই উন্নয়ন সুবিধার আওতায় এসেছেন মুক্তাগাছা পৌরসভার জনগণ

 

এসব উন্নয়নমূলক কাজ শতভাগ সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে বর্তমান জনপ্রিয় মেয়র বিল্লাল হোসেন সরকারের সার্বিক চেষ্টা আর সহযোগীতায় পৌরসভার জনগণ পৌর মেয়র বিল্লাল হোসেনের কর্মকান্ডে আস্থা আছে বলে জানিয়েছেন।

 

জানা যায়, ২০১৬- ১৭ অর্থবছরে প্রকল্পের আওতায় কাজলকোঠা বিল এলাকায় কনষ্ট্রাকশন অফ স্যানেটারী ল্যান্ডফিল শতভাগ বাস্তবায়িত হয়েছে কনষ্ট্রাকশন অফ পাবলিক টয়লেট দেবগ্রাম রোড নন্দীবাড়ি, টাঙ্গাইল ময়মনসিংহ রোড ত্রিমোহনী বাজার, টাঙ্গাইল ময়মনসিংহ রোড সাহেব বাজার শতভাগ বাস্তবায়িত হয়েছে

 

এছাড়াও কনষ্ট্রাকশন অফ মিউনিসিপ্যাল মার্কেট ২য় তলা বিল্ডিং এন্ড ১০ম তলা ফাউন্ডেশন এন্ড মুক্তাগাছা পৌরসভা , ময়মনসিংহ এর কাজ ৪৫ ভাগ সম্পন্ন হয়েছে মুক্তাগাছা পৌরসভার মেয়র

' ); }

বিজ্ঞাপন

পাঠকপ্রিয়