নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প সফল বাস্তবায়ণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের মুক্তাগাছায় তৃতীয় নগর পরিচালন ও অবোকাঠামো উন্নিতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজি আই আই - পি -৩) এর কাজ এগিয়ে চলছে । ভৌত ও সামাজিক অবকাঠামোয় এই উন্নয়ন সুবিধার আওতায় এসেছেন মুক্তাগাছা পৌরসভার জনগণ ।
এসব
উন্নয়নমূলক কাজ শতভাগ সফলতার
সাথে বাস্তবায়িত হচ্ছে বর্তমান জনপ্রিয় মেয়র বিল্লাল হোসেন
সরকারের সার্বিক চেষ্টা আর সহযোগীতায় ।
পৌরসভার জনগণ পৌর মেয়র
বিল্লাল হোসেনের কর্মকান্ডে আস্থা আছে বলে জানিয়েছেন।
জানা
যায়, ২০১৬- ১৭ অর্থবছরে প্রকল্পের
আওতায় কাজলকোঠা বিল এলাকায় কনষ্ট্রাকশন
অফ স্যানেটারী ল্যান্ডফিল শতভাগ বাস্তবায়িত হয়েছে । কনষ্ট্রাকশন অফ
পাবলিক টয়লেট দেবগ্রাম রোড নন্দীবাড়ি, টাঙ্গাইল
ময়মনসিংহ রোড ত্রিমোহনী বাজার,
টাঙ্গাইল ময়মনসিংহ রোড সাহেব বাজার
শতভাগ বাস্তবায়িত হয়েছে ।
এছাড়াও কনষ্ট্রাকশন অফ মিউনিসিপ্যাল মার্কেট ২য় তলা বিল্ডিং এন্ড ১০ম তলা ফাউন্ডেশন এন্ড মুক্তাগাছা পৌরসভা , ময়মনসিংহ এর কাজ ৪৫ ভাগ সম্পন্ন হয়েছে । মুক্তাগাছা পৌরসভার মেয়র ও