পঞ্চগড়ে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪


পঞ্চগড়ে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ
ছবি: সংগৃহীত

উত্তর থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় পঞ্চগড়ের তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রির পারদে। দুইদিন যাবত জেলায় বইছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোরের দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আরও পড়ুন: দিনাজপুরে ভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল ৪ জনের


জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত দুইদিন যাবত শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোরের দিকে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঘ মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।


এমএল/