বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য হচ্ছে “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার”।
কর্মসূচি
অনুযায়ী আগামী ১৭ মার্চ বৃহস্পতিবার
সকাল ৬:৪৫টায় স্মৃতি
চিরন্তন চত্বরে জমায়েত, সকাল ৭:০০টায়
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উদ্দেশ্যে যাত্রা এবং উপাচার্য অধ্যাপক
ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের ধানমন্ডিস্থ
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।
সকাল
১০:৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হবে। উপাচার্য অধ্যাপক
ড. মো. আখতারুজ্জামান এতে
সভাপতিত্ব করবেন।
বাদজোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া, আবাসিক হল ও হোস্টেলের