আধুনিকতায় এগিয়ে যাচ্ছে গাইবান্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আধুনিকতায় এগিয়ে চলছে বাংলাদেশ। মেশিনে তৈরি মাটির দইয়ের হারা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপক চাহিদার সাথে সরবরাহ হচ্ছে।
সরেজমিনে
গিয়ে কারখানা মালিক সূত্রে জানা যায়, গাইবান্ধা
সদর উপজেলার আরিফ খাঁ বাসুদেবপুর
গ্রামের মহিদুল ইসলাম মেশিনে তৈরি মাটির দইয়ের
হারা সুনামের সহিত সরবরাহ হচ্ছে
দেশের বিভিন্ন সুনামধন্য কোম্পানী গুলোতে। অর্থের অভাবে চাহিদা পূরণে কাজ করতে পারছেন
না কারখানা মালিক মহিদুল ইসলাম। ২০১৮ সালে ৭
লক্ষ টাকা নিয়ে শুরু
করেন তার ব্যবসার পথযাত্রা।
বর্তমানে তার ব্যবসায়িক কর্মকান্ড প্রায় কোটি টাকায় পরিণত হয়েছে। তিনি জানান, ঢাকা সহ বিভিন্ন জেলায় বড় বড় মিষ্টান্ন ভান্ডারে তার অর্ডারের মালামাল সরবরাহ করে আসছে। তার এক বন্ধু ভবেশ চন্দ্র সিং তার ফ্যাক্টরীর নাম করণ দিয়েছেন মক্কা মৃত্রিকালয়। প্রতিদিন তার ফ্যাক্টরীতে ৩০-৩৫ জন শ্রমিক প্রতিনিয়ত ৩ হাজার থেকে ৩ হাজার ৫’শ টাকায় ৮টি আইটেমে তৈরি হচ্ছে